Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/oVr7hWWJ8IAeMJE0EdVW.jpg)
নিজস্ব সংবাদদাতাঃআজ তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় রোড শো করে মনোনয়ন পত্র জমা দিতে যান। সেই উদ্দেশ্যে তমলুক রাজ ময়দান থেকে নিমতলীতে শোভাযাত্রা করেন তিনি। শোভাযাত্রা করে যাওয়ার সময় ধুন্ধুমার কাণ্ড ঘটে। শোভাযাত্রা করে হসপিটাল মোড়ে চাকরিহারা শিক্ষকদের সমর্থনে তৃণমূল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সংগঠনের অনশন মঞ্চের পাশ দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে বাঁধানো বাদানুবাদ শুরু হয় ।
/anm-bengali/media/media_files/zXl24YERVTTd01eGs2zX.jpg)
সেই সময় বিজেপি প্রার্থীকে নিশানা করে ‘চোর’ স্লোগান দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের ধর্নামঞ্চ থেকে চাকরিহারাদের ‘চোর’ স্লোগান আসে। পাল্টা ‘চোর চোর’ স্লোগান দেওয়া শুরু করে বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীরা পাল্টা স্লোগান দিতেই দুই দলের মধ্যে হাতাহাতি শুরু হয়। বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়েছে।
/anm-bengali/media/media_files/38xQYVQa0x134OtoAPZb.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us