New Update
/anm-bengali/media/media_files/2024/11/19/6gRjRT1ZNMaKo83fiaB9.jpg)
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড় থেকে সবং আসার পথে আজ সকালে এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে সবং সার্কেলের আবগারি দফতর।
/anm-bengali/media/post_attachments/f68f6d76-fe1.png)
সূত্র মারফত জানা গিয়েছে যে, এদিন সবংয়ের বসন্তপুর এলাকায় ওই ব্যক্তি বাইকে করে সবংয়ের দিকে আসছিলেন। বসন্তপুর এলাকায় তাকে গ্রেফতার করে সবং সার্কেলের আবগারি দফতর। উদ্ধার ১০০ লিটার চোলাইয়ের পাউচ। আজ অভিযুক্তকে আদালতে তোলা হবে।
/anm-bengali/media/post_attachments/37fed82b-610.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us