New Update
/anm-bengali/media/media_files/dIa6xNVhY9R61iy3qgyi.jpg)
নিজস্ব প্রতিনিধি, তমলুক: তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম এখনো ঘোষণা হয়নি। তবে বিভিন্ন দিক থেকে প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির নাম ভেসে আসছে। সেই জল্পনাই যে বাস্তবায়িত হচ্ছে তা আজ দেখা গেল তমলুকে। আজ তমলুকে দেবী বর্গভীমা মন্দিরে পুজো দিলেন প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। এদিন বিজেপির স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন মন্দির চত্বরে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, 'আমরা এত বছর চুরি জালিয়াতি জোচ্চুরি অনেক দেখলাম। এবার আর তৃণমূলকে মোটেও ভোট নয়'। এদিন বেশ কিছুক্ষণ মন্দিরে থাকার পর তমলুকে দলীয় কার্যালয়ে যান অভিজিৎ গাঙ্গুলী। সেখানে এক প্রস্তর বৈঠক হয় দলীয় কর্মীদের সাথে। ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
/anm-bengali/media/post_attachments/bc07410298bf16f14a188f432c1cee051985bbae7cfe4c933396e38e6b21d0e8.webp)
/anm-bengali/media/post_attachments/f486d4f89982304f8c1dc852ce1adc6b2c40420fd1f9f1519f1b2530c7ad6f6d.jpeg)
/anm-bengali/media/post_attachments/400f629bf0dbbc64aeab9b48e251b8fbe36161d6f7458657dd5f3ca5c41d67b8.jpeg)
/anm-bengali/media/post_attachments/05c7c0675bba9ec442e6967556358f3cc0e776a5f68d5f1b071f07785625a9de.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us