/anm-bengali/media/media_files/0f2kmdgiiC7V0gNlhkTn.jpg)
নিজস্ব প্রতিনিধি: এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের সীতানগর, রঘুনাথগড়, ধামকুড়িয়া সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি এলাকায়। কৃষকদের দাবি, এমনিতেই আবহাওয়ার খামখেয়ালীপনায় ক্ষতির সম্মুখীন আলু চাষিরা। তার উপরে গতকাল রাতে প্রায় ২৩-২৪টি হাতির একটি দল গড়বেতার পানিকোটর বিট হয়ে কামারখালি জঙ্গল থেকে রাতে প্রবেশ করে চন্দ্রকোনার সীতানগর, রঘুনাথগড়, ধামকুড়িয়া সহ বিভিন্ন এলাকায়। সেই হাতির পাল রাতের অন্ধকারে ক্ষতি করেছে এই সমস্ত এলাকার কয়েক বিঘা আলু জমির। ক্ষতিগ্রস্ত কৃষকেরা সরকারি ক্ষতিপূরণের দাবি তুলেছে। বন দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে হাতির দলটি চন্দ্রকোনার ধামকুড়িয়া বিটে ধামকুড়িয়া জঙ্গলে রয়েছে। এই জঙ্গল লাগোয়া রয়েছে বহু আলু জমি। জঙ্গলে হাতি থাকায় আবারও ক্ষতির আশঙ্কায় কৃষকরা। বন দপ্তর সজাগ থেকে হাতির দলকে অন্যত্র সরিয়ে নিয়ে যাক, চাইছেন চন্দ্রকোনার কৃষকরা। এই বিষয়ে চন্দ্রকোনা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ জানান, "রাতে হাতির দল কৃষি জমির উপর দিয়ে জঙ্গলে প্রবেশ করেছে এর জেরে আলু জমির ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা বন দপ্তর ও ব্লক প্রশাসনের সাথে কথা বলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের বিষয়টি দেখবো।"
/anm-bengali/media/post_attachments/b67ddab5d9d92b37e4aee39f3ed27010fa56ac1e761cde5eaeb761983532d833.jpeg)
/anm-bengali/media/post_attachments/3e04e6e64cbf170f76af9e2ad5357fbe373f978b1ab7470fdbd48f74712c5708.jpeg)
/anm-bengali/media/post_attachments/ebfdfddaa543902e5488d7a4cf8c9cddac0a299a83b73f0d1b87431ef0cc7750.jpeg)
/anm-bengali/media/post_attachments/44da069def27bab0568e04ed9b09c1c14cc252b5d654f877cbcd977d125500b8.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us