/anm-bengali/media/media_files/2025/07/08/whatsapp-image-2025-07-08-2025-07-08-17-58-21.jpeg)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : দক্ষিণদাঁড়িয়া এলাকা জুড়ে ঘোরাফেরা করার পর, রবিবার রাতে ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের গোকুলপুর এলাকায় আশ্রয় নেয় এক বুনো হাতি যার নাম স্থানীয়রা দিয়েছেন 'রামলাল'। তবে সোমবার সকালে ফের গোকুলপুর থেকে বেরিয়ে পড়ে সে। রোহিনী হয়ে ডাহিচক, তারপর চুনপাড়া পর্যন্ত পিচ রাস্তা ধরে দীর্ঘপথ হেঁটে যায় এই বিশালদেহী গজরাজ।
রাস্তায় রামলালকে দেখতে উৎসাহী জনতার ভিড় জমে যায়। কেউ মোবাইলে ভিডিও তো কেউ ছবি তুলতে ব্যস্ত। চুনপাড়া এলাকায় এক গৃহস্থের বাড়ি থেকে ধানের বস্তা টেনে খেয়ে ফেলে সে। ডাহিচক এলাকায় এক ব্যক্তি রীতিমতো বেপরোয়া সাহস দেখিয়ে হাতির লেজ ধরে টানার চেষ্টা করে- যা ছবি এবং ভিডিওতেও স্পষ্ট ধরা পড়েছে। এই মুহূর্তটি সহজেই বড়সড় বিপদের কারণ হতে পারত। রামলাল মূলত শান্ত স্বভাবের হলেও খাবারের খোঁজে লোকালয়ে প্রবেশ করেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তবে রামলালের রাস্তা দিয়ে হাঁটার কারণে বহু বাস, পণ্যবাহী গাড়ি থেমে যায় ও সৃষ্টি হয় যানজট। এই ঘটনাকে কেন্দ্র করে বন দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। এখনও পর্যন্ত রামলালকে জঙ্গলে ফেরত পাঠাতে বা নিয়ন্ত্রণে আনতে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, বন দফতরের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে বড় বিপদের আশঙ্কা অমূলক নয়। এখন সময় এসেছে বন দফতরের আরও তৎপর হওয়ার। গজরাজ রামলালকে নিরাপদে জঙ্গলে ফেরানো এবং জনসাধারণের সুরক্ষার দিকটি সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/08/screenshot-2025-07-08-175903-2025-07-08-17-59-19.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us