জলঢাকা নদীর চর থেকে হাতির মৃতদেহ উদ্ধারে ঘিরে চাঞ্চল্য..!

যদিও এই এলাকায় হাতির আনাগোনা লেগেই থাকে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-07-18 at 18.29.50 (1)

File Picture

নিজস্ব সংবাদদাতা: সাত সকালে জলপাইগুড়ি জেলার জলঢাকা নদীর চর থেকে হাতির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বৃহস্পতিবার রাতভর মুষলধারে বৃষ্টি চলার পর শুক্রবার সাত সকালে জলপাইগুড়ি জেলার জলঢাকা নদীর চরে হাতির মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর যায় বনবিভাগ ও পুলিশের কাছে। 

জানা গেছে, এদিন সকালে জলপাইগুড়ি নাথুয়া রেঞ্জের অন্তর্গত জলঢাকা নদীর বালির চরে একটি পূর্ণবয়স্ক মহিলা হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। যদিও এই এলাকায় হাতির আনাগোনা লেগেই থাকে। তবে এরকমের ঘটনা খুব কম ঘটেছে বলে এলাকাবাসীদের দাবি। তবে এই বিষয়ে বন দপ্তরের তরফে বলা হয়, “হাতির মৃত্যুর প্রকৃত কারণ এখনো পর্যন্ত জানা যায়নি তবে আশঙ্কা করা হচ্ছে বাজ পড়ে হাতিটির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর হাতির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে”।

WhatsApp Image 2025-07-18 at 18.29.50