/anm-bengali/media/media_files/2025/10/31/whatsapp-image-2025-10-31-at-1541151-2025-10-31-22-30-06.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ফসলের ক্ষতির পাশাপাশি বাড়ছে হাতির হানায় মানুষের আহতের সংখ্যাও। বনদপ্তরের পক্ষ থেকে জঙ্গলে না যাওয়ার বার্তা দিলেও নিত্য প্রয়োজনে জঙ্গলমহলের মানুষকে প্রবেশ করতে হচ্ছে জঙ্গলে। এমনই শুক্রবার সকালে গবাদি পশুর খাবারের পাতা সংগ্রহ করতে জঙ্গলে প্রবেশ করেছিলেন এক ব্যক্তি। সেই সময় হাতির হানায় আহত হন তিনি।
উল্লেখ্য, গত শনিবার ভোরে স্বামীর সঙ্গে জমির ফসলের ক্ষতি দেখতে গিয়ে হাতির হানায় আহত হয়েছিলেন এক মহিলা। তার এক সপ্তাহ না পেরোতেই ফের হাতির হানায় আহত। ঘটনাটি মেদিনীপুর সদরের চাঁদড়া রেঞ্জের ভালুক খুলিয়া এলাকার। আহত ব্যক্তির নাম মনোরঞ্জন মাহাত। বাড়ি গুড়গুড়িপাল থানার ঢড়রাশোলে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/31/whatsapp-image-2025-10-31-at-154115-2025-10-31-22-27-35.jpeg)
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিত্যদিনের মতোই গবাদি পশুর জন্য জঙ্গল গিয়েছিল পাতা সংগ্রহে। অন্যান্যরা জঙ্গল থেকে ফিরে এলেও বেলা ১২ টা পর্যন্ত মনোরঞ্জন বাবু ফিরে না আসায় বাড়ির লোক খোঁজখবর শুরু করে। স্থানীয় বাসিন্দারা গিয়ে জঙ্গলে খোঁজ চালিয়ে দেখেন পড়ে রয়েছেন মনোরঞ্জন বাবু। তার আশেপাশে একাধিক গাছ ভাঙ্গা রয়েছে, হাতির পায়ের ছাপও রয়েছে। উদ্ধার করে স্থানীয় দেপাড়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর হাসপাতালে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us