সামনেই ঈদ , বৈঠকে বসলো ডেবরা থানার ওসি

মাঝে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই পবিত্র ঈদ উৎসব। এই ঈদকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে ডেবরা ব্লকের অন্তগর্ত ইদ কমিটি গুলিকে নিয়ে আলোচনায় বসলেন ডেবরা থানার ওসি গৌতম মাইতি।

author-image
New Update
debra

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: মাঝে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই পবিত্র ঈদ উৎসব। এই ঈদকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে ডেবরা ব্লকের অন্তগর্ত ইদ কমিটি গুলিকে নিয়ে আলোচনায় বসলেন ডেবরা থানার ওসি গৌতম মাইতি।সঙ্গে ছিলেন ডেবরা থানার মেজ বাবু অতীত বন্দ্যোপাধ্যায় ও ডেবরা জয়েন্ট বিডিও।ঈদ নিয়ে রাজ্য সরকারের কি নির্দেশিকা  দিয়েছে তা নিয়েও আলোচনা হয় এই সভায়।