নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ওয়াকফ আইন বিরোধী একটি বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে তুমুল অশান্তির শুরু হয়ে মুর্শিদাবাদে। এই ঘটনায় বহু দোকান ভাঙচুর করা হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় বহু বাড়িতে। চোখের সামনেই চলতে থাকে লাগামছাড়া লুটপাট। আর এবার এই হিংসার ঘটনাকে কেন্দ্র করেই, নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন এক আক্রান্ত ব্যক্তি।
/anm-bengali/media/media_files/2025/04/14/2CcehXCmEVw4ETzD1SZK.jpg)
তিনি বলেন, “১২ তারিখ সকাল ৯টার দিকে কিছু লোক প্রথমে এসে আমার দোকান ভাঙচুর করে। আমরা তাদের তাড়িয়ে দিই। কিন্তু তারপর ১৫০-২০০ জনের একটা দল এসে দোকান লুঠ করে, আর তৃতীয়বার ফের এসে আগুন লাগিয়ে দেয়। ভাগ্যিস আমাদের মূল দরজাটা শক্ত ছিল, তাই বেঁচে গেছি। গ্রামবাসীরাই আমাদের রক্ষা করেছে। আমরা বারবার পুলিশকে ফোন করেছি, ওরা শুধু মুখেই বলেছে আমরা আসছি, কিন্তু কেউ আসেনি।”