New Update
/anm-bengali/media/media_files/jPuUzrWYb8bVOMMrWTjt.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বালু অর্থাৎ রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও ব্যবসায়ী বাকিবুর রহমানের গ্রেফতারির পর থেকে আরও যেন সক্রিয় হয়ে উঠেছে ইডি (ED)। জেলায় জেলায় চলছে ইডির ম্যারাথন তল্লাশি। জানা যাচ্ছে, রেশন দুর্নীতির একদম শিকড়ে পৌঁছাতে চাইছে ইডি। হাওড়ার উলুবেড়িয়ার অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের আটা ও চাল কলে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলছে ইডির তল্লাশি অভিযান। কলকাতা সহ ৪ জেলার ১৬ জায়গায় ইডির অভিযান।বনগাঁর সাহা ব্রাদার্সের আটা ও চালকলেও ১৯ ঘণ্টা ধরে ম্যারাথন তল্লাশি চালাচ্ছে ইডি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us