New Update
/anm-bengali/media/media_files/wSDEMcZ2U5h0J36do7fD.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দীপাবলির আগেই নতুন করে তৎপর হয়ে উঠল ইডি (ED)। আজ শনিবার রেশন দুর্নীতিকাণ্ডে আরও তৎপর ইডি। রাজ্যের দুই জেলা, বনগাঁ ও রানাঘাটে আজ সাত সকালে ইডির আধিকারিকরা হানা দিয়েছেন। বনগাঁয় আটা কলের দুই মালিকের বাড়িতে হানা দিয়েছে ইডি। ইডির দাবি, আটাকলে রেশনের গম আনা হত। এদিকে রানাঘাটের চাল কল ও রেশন ডিলারের বাড়িতেও হানা দিয়েছে ইডি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us