তল্লাশির সাড়ে ৪ ঘন্টা পার, ইডির ভাঁড়ার শূন্যই!

৩টি ফাঁকা ব্রিফকেস ছাড়া আর বাড়িতে মেলেনি কোনও কিছুই।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
sahajahan house3.png

File Picture

নিজস্ব সংবাদদাতা: সকাল ৮টার কিছু পরে শুরু হয়েছিল তল্লাশি অভিযান। ইতিমধ্যেই পেরিয়েছে সাড়ে ৪ ঘন্টা। কিন্তু এই সাড়ে ৪ ঘন্টাতে ইডির ভাঁড়ার কার্যত শূন্য। শেখ শাহজাহানের বাড়িতে সন্দেহজনক মিলল না কিছুই।

ভিডিওগ্রাফার সহ ১৩ জন ইডি আধিকারিক সকাল ৮টা থেকে তন্ন তন্ন হয়ে খুঁজছে সব’কটা ঘর। বাদ যায়নি বাড়ির ছাদও। কিন্তু এখনও হাতে আসেনি কোনও কিছুই। ৩টি ফাঁকা ব্রিফকেস, কয়েকটি ঘরের পরনের জামাকাপড়, বাসন-কোসন ছাড়া আর বাড়িতে মেলেনি কোনও কিছুই। এমন কি মেলেনি একটি ডকুমেন্টও।

ইডি সূত্রে জানা যাচ্ছে, আর এতেই প্রমাণিত যে, গত ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান কতোটা জরুরী ছিল। সেদিন ঘরের বাইরে থেকে তৃণমূল নেতাকে ২৮ বার ফোন করা হলেও কোনও বার তাঁকে ফোনে পাওয়া যায়নি। প্রতিবার ফোন ব্যস্ত ছিল। আর তারপরের ঘটনা সকলের জানা। কীভাবে মারমুখি জনতা ঘিরে নিয়েছিল তদন্তকারী অফিসারদের তা দেখেছে গোটা রাজ্য। আর ওই দিনের পর থেকে শেখ শাহজাহান দিয়েছে গা-ঢাকা। আর তাঁর সাথেই গোপন ডেরায় চলে গিয়েছে রেশন বন্টন দুর্নীতির গুরুত্বপূর্ণ তথ্য।   

স্ব

স

স