BREAKING NEWS: রেশন দুর্নীতি তদন্তে ফের একবার কৈখালীতে বাকিবুর রহমানের অভিজাত আবাসনে তল্লাশি চালাতে আসেন ইডি (ED) আধিকারিকেরা। তবে এবার বাকিবুরের নিজের ফ্ল্যাটে নয়, বাকিবুর ঘনিষ্ঠ ব্যবসায়ী, ওই আবাসনেরই বাসিন্দা হানিস তোসিবালের ফ্ল্যাটে অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকেরা। প্রায় দেড় ঘন্টা ধরে চলছে এই অভিযান। সূত্রের খবর, ইডি আধিকারিকেরা আসার সাথে সাথেই ওই ব্যবসায়ী মোবাইল ফোন ছুড়ে অন্যত্র ফেলে দেয়। পরবর্তীকালে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা সেই মোবাইল ফোন উদ্ধার করে।