জমি দখলমুক্ত করতে এসেই বিপাকে পড়ল ডিভিসি

দামোদর ভ্যালি কর্পোরেশনের জমির উপর বহু বস্তি এবং বহু নির্মাণ গড়ে উঠেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-11-29 at 15.21.09

File Picture

নিজস্ব সংবাদদাতা: জমি দখলমুক্ত করতে এসে বাধার মুখে ডিভিসি কর্তৃপক্ষ। দীর্ঘদিনের গ্রাম উচ্ছেদ করার চেষ্টা করছে ডিভিসি কর্তৃপক্ষ পাল্টা অভিযোগ এলাকাবাসীর। শনিবার সকালে উত্তেজনা দুর্গাপুরের ডিটিপিএস-এর অর্জুনপুর তেঁতুলপাড়া এলাকায়। 

ডিভিসি সূত্রে খবর, দুর্গাপুরের অর্জুনপুর তেঁতুল তলা এলাকায় রয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশনের জমি। সম্প্রতি দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন সম্প্রসারণের জন্য কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে দামোদর ভ্যালি কর্পোরেশনের জমির উপর বহু বস্তি এবং বহু নির্মাণ গড়ে উঠেছে। সেগুলি দখল মুক্ত করার কাজ চলছে। 

বনলতা বাউরী নামের এক বিক্ষোভকারী এদিন এই প্রসঙ্গে বলেন, “আমাদের গ্রাম দীর্ঘদিনের। এখন ডিভিসি বলছে তাঁদের জায়গা। আমাদের উচ্ছেদ করতে হলে আগে পুনর্বাসন দিতে হবে। না হলে আমাদের বিক্ষোভ চলবে”।

নাম বলতে অনিচ্ছুক ডিভিডির এক আধিকারিক এই প্রসঙ্গে বলেন, “আমরা উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশ মেনে আমাদের কাজ করছি। কারখানার সম্প্রসারণের জন্য জমি দখলমুক্ত করা হচ্ছে”।