/anm-bengali/media/media_files/2025/06/30/whatsapp-image-2025-06-30-at-0-2025-06-30-10-38-28.jpeg)
নিজস্ব প্রতিনিধি: ২১ জুলাইকে সামনে রেখে রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের রাজীব নিলয়ে জেলা তৃণমূল কংগ্রেসের একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো। যেখানে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পিংলা বিধানসভার বিধায়ক অজিত মাইতি, রাষ্ট্রমন্ত্রী শিউলি সাহা, ঘাটাল সাংগঠনিক চেয়ারম্যান রাধাকান্ত মাইতি সহ অন্যান্যরা। এদিন এই বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। সেগুলি হলো ২১ জুলাইয়ের মিটিংয়ে ঘাটাল সাংগঠনিক জেলা থেকে ৩০ হাজার মানুষ নিয়ে যাওয়ার লক্ষ্য ঠিক হলো। পরে আরো ২০ হাজারের লক্ষ্য নেওয়া হয়েছে। টোটাল ৫০ হাজার কর্মী ঘাটাল সাংগঠনিক জেলা থেকে ধর্মতলা যাবে।
/anm-bengali/media/post_attachments/9013e09a-9a5.png)
সব ব্লক ও শহরে সভা মিছিল ও দেওয়াল লেখা ও প্রচারের সিধান্ত নেওয়া হলো এদিন।সমস্ত শাখা সংগঠনের সভা ও মিছিলের জন্য তারিখ ঠিক করা হলো। সেলফ হেল্প গ্রুপ, সমবায় ও স্কুল কলেজ কমিটিগুলিকে সংগঠিত করার সিদ্ধান্ত হয় এদিন। বাংলার মানুষদের ভিন রাজ্যে অত্যাচার করার প্রতিবাদ জানানো হলো এদিন। প্রয়োজনে কেন্দ্রীয় সরাষ্ট্র দফতরে চিঠি ও প্রতিবাদ জানানো হবে। ভোটার লিস্টে বাবা মায়ের বার্থ সার্টিফিকেটের কথা বলা হচ্ছে তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর সাথে সহমত থেকে প্রতিবাদের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us