আইকিউ সিটি কাণ্ডে চমক! ২০ দিনে চার্জশিট, ছয় অভিযুক্ত ফের আদালতে

দুর্গাপুর আইকিউ সিটি কাণ্ডে ছয় অভিযুক্ত ফের আদালতে। ২০ দিনের মাথায় চার্জশিট জমা দিয়েছে পুলিশ। আদালতের রায় ঘিরে উত্তেজনা।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-10-31 at 2.14.00 PM

নিজস্ব সংবাদদাতা:  দুর্গাপুরের চাঞ্চল্যকর আইকিউ সিটি মামলায় নতুন মোড়। চার দিনের জেল হেফাজত শেষে আবারও ছয় অভিযুক্তকে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হল। মাত্র কুড়ি দিনের মধ্যেই বৃহস্পতিবার নিউ টাউনশিপ থানার পুলিশ আদালতে চার্জশিট জমা দিয়েছে—যা এই মামলার গুরুত্ব ও দ্রুত তদন্তের ইঙ্গিত দিচ্ছে।

arrested a

অভিযুক্তদের আদালতে পেশ হওয়ার পর বিচারকের রায় কী হবে তা জানতে মুখিয়ে পুরো শহর। আইকিউ সিটি হাসপাতাল সংক্রান্ত এই মামলাকে ঘিরে ইতিমধ্যেই চাপানউতোর, রাজনৈতিক প্রতিক্রিয়া ও জনমত দ্রুত বদলাচ্ছে। আদালতের পরবর্তী পদক্ষেপ এখন সবার নজরে।

শহরে আলোচনা—অভিযুক্তদের জামিন কি মিলবে, নাকি আরও হেফাজত? পুলিশ দ্রুত চার্জশিট জমা দেওয়ায় আদালতের পরবর্তী নির্দেশ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে আইনজীবী মহল। এদিন থেকে মামলার ভবিষ্যৎ দিশা অনেকটাই স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।