আইকিউসিটি ধর্ষণ কাণ্ডে নতুন মোড়! দুই অভিযুক্ত জেলে, বাকিদের আজ আদালতে তোলা হবে

আইকিউসিটি ধর্ষণ কাণ্ডে দুই অভিযুক্তের জেল হেফাজত।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2025-10-22 at 2.10.58 PM

নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুরের আইকিউসিটি মেডিকেল কলেজে চিকিৎসক পড়ুয়া ধর্ষণকাণ্ডে গ্রেফতার হওয়া ছয় অভিযুক্তের মধ্যে দু’জনকে মঙ্গলবার আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। বাকিদের বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।

ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে ছয়জনকে — শেখ সফিক, রিয়াজউদ্দিন, অপু বাউরি, ফিরদৌস শেখ, নাসিরউদ্দিন শেখ এবং সহপাঠী ওয়াসেফ আলী। এদের মধ্যে শেখ সফিক ও রিয়াজউদ্দিনকে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। দীর্ঘ শুনানির পর বিচারক তাঁদের পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

prison w

অন্যদিকে, বাকি চারজন — অপু বাউরি, ফিরদৌস শেখ, নাসিরউদ্দিন শেখ ও সহপাঠী ওয়াসেফ আলীকে আজ, বুধবার আদালতে তোলা হবে। পুলিশ জানিয়েছে, তাঁদের ক্ষেত্রেও জেল হেফাজতের আবেদন করা হবে। সূত্রের খবর, অভিযুক্তদের জেল হেফাজতে রেখে টেস্ট আইডেন্টিফিকেশন (TI) প্যারেড করানোর প্রস্তুতি নিচ্ছে তদন্তকারী দল।

উল্লেখ্য, কয়েকদিন আগে আইকিউসিটি মেডিকেল কলেজের এক চিকিৎসক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরে। সহপাঠী সহ মোট ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পুলিশ দ্রুত তদন্তে নেমে একের পর এক অভিযুক্তকে গ্রেফতার করে।

ঘটনার পর থেকেই কলেজের নিরাপত্তা ও ছাত্রাবাসে নজরদারি বাড়ানো হয়েছে। সমাজের নানা মহলে ক্ষোভ ছড়িয়েছে এই নৃশংস ঘটনার পর।