দুর্গাপুর মেডিক্যাল কলেজের গণধর্ষণের ঘটনায় আজই হতে পারে পুনর্নির্মাণ

রাতভর ধৃতদের জেরা করেছে পুলিশ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
IQ medical college

File Picture

নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুরে মেডিক্যাল কলেজের ছাত্রী গণধর্ষণকাণ্ডে নতুন মোড়। ঘটনায় ধৃতদের জেরা শেষে পুলিশ শুরু করতে চলেছে ঘটনার পুনর্নির্মাণ। এদিন সকাল থেকেই তাই দেখা যাচ্ছে পুলিশের তৎপরতা। একে একে আনা হচ্ছে অভিযুক্তদের। 

যা জানা যাচ্ছে, প্রথমে এক অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে চিহ্নিতকরণ পর্ব সারার পর, ধীরে ধীরে বাকি চার অভিযুক্তকেও নিয়ে গিয়ে ঘটনাস্থল দেখানো হবে বলে পুলিশের পক্ষ থেকে। এমনকি, তদন্তের স্বার্থে নির্যাতিতার সহপাঠীকেও ঘটনাস্থলে নিয়ে যাওয়া হতে পারে।

রাতভর ধৃতদের জেরা করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে দুই জনকে রাতে তাঁদের নিজ নিজ বাড়িতেও নিয়ে যাওয়া হয় সূত্র খোঁজার জন্য। পুলিশ বাড়ি থেকেও একাধিক প্রমাণ ও তথ্য সংগ্রহের চেষ্টা করছে।

ডিসিপি অভিষেক গুপ্তার নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল দুর্গাপুর মেডিক্যাল কলেজের পিছনের জঙ্গল এলাকায় গিয়ে এই তল্লাশি চালাচ্ছে। নির্যাতিতা ও তাঁর সহপাঠী যে রাস্তা ধরে ঘটনাস্থলে পৌঁছেছিলেন, সেই পথও খতিয়ে দেখা হচ্ছে। এরপরেই তদন্তকারীরা সহপাঠীকেও ঘটনাস্থলে নিয়ে যান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের বয়ানের সঙ্গে সহপাঠীর বক্তব্য মিলিয়ে দেখা হচ্ছে। দু’জনকে আলাদা করে ঘটনার পুনর্নির্মাণ করানো হবে বলে জানা গিয়েছে।