কেন্দ্রীয় তকমা পেল দুর্গাপুর মহকুমা হাসপাতাল

সেই স্বীকৃতি পেল হাসপাতাল কর্তৃপক্ষ। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-04-26 at 19.12.47

File Picture

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় তকমা পেল দুর্গাপুর মহকুমা হাসপাতাল। খুশি চিকিৎসক থেকে নার্সরা প্রত্যেকে। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে দুর্গাপুর হাসপাতালে একটি সমীক্ষা হয়। সাত দিন ধরে চলে সেই সমীক্ষা। গড়ে ৮৭% মানদণ্ড পায় মহকুমা হাসপাতাল। সেই স্বীকৃতি পেল হাসপাতাল কর্তৃপক্ষ। 

পাশাপাশি, দুর্গাপুরের একটি বেসরকারি সংস্থার উদ্যোগে হাসপাতালের অপারেশন থিয়েটারের সংস্কার হয়। ১৫ লক্ষ টাকা ব্যয় করে অপারেশন টেবিল, লাইট সহ বিভিন্ন সরঞ্জাম আনা হয়। উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা। উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার ডা. ধীমান মন্ডল, ডেপুটি সুপার সহ চিকিৎসক এবং নার্সরা। 

মন্ত্রী প্রদীপ মজুমদার এবং আসানসোল দুর্গাপুরে উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত বলেন, “হাসপাতালের মান উন্নত হচ্ছে কেন্দ্রীয় সরকারের তকমাতেই বোঝা যাচ্ছে। আগামী দিনে হাসপাতালে উন্নয়ন হবে। অপারেশন থিয়েটারও সংস্কার করা হয়েছে। আর্থিকভাবে সাহায্য করেছিল দুর্গাপুরের একটি বেসরকারি সংস্থা”।