হরি ঘোষ, দুর্গাপুর: ন্যাশানাল হেরাল্ডের সম্পত্তি অন্যায়ভাবে বাজেয়াপ্ত করা ও সোনিয়া গান্ধী-রাহুল গান্ধীর নামে মিথ্যা মামলায় চার্জশিট দেওয়ার অভিযোগ তুলে রাস্তায় নামল জাতীয় কংগ্রেস।
বুধবার দুর্গাপুরের প্রান্তিকা বাসস্ট্যান্ডের সামনে বিক্ষোভ শুরু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয়। নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী। দেবেশ চক্রবর্তী বলেন, "কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির জন্য আজকের এই পরিস্থিতি। জাতীয় কংগ্রেস রাস্তায় নেমেছে। মোদী সরকারের অন্যায় আমরা মেনে নেব না"।