বাপের বাড়ি আসার আগেই শপিংমলে সপরিবারে মা দুগ্গা

কি দিয়ে বানানো হচ্ছে এই প্রতিমা?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-11 at 5.19.22 PM

হরি ঘোষ, দুর্গাপুর: বোধনের আগেই সপরিবারে মা দুর্গার দর্শন শহরের খ্যাতনামা শপিংমলে। আর দু -একদিনের মধ্যেই মাটির নয় কাগজের পরিবেশ বান্ধব দুগ্গা দেখা যাবে।

প্রতিমা গড়তে এই শিল্পীর লাগে না কাদা, লাগে না মাটি খড় বা বাঁশ। এই সব ছাড়াই প্রতিমা বানিয়ে বছরের পর বছর নজির গড়ছেন এই ব্যক্তি রাজ্য সহ ভিনরাজ্যে। এই বছর পরিবেশবান্ধব ও তার সঙ্গে সঙ্গে দুর্গাপুর দূষণমুক্ত করতে এক দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে চলেছেন দুর্গাপুরের শিল্পী বাপি বিশ্বাস। তাঁর প্রতিভা কেবল শিল্পাঞ্চলেই সীমাবদ্ধ নেই, ভিন রাজ্যেও তিনি সুখ্যাতি লাভ করেছেন। তবে, মাটি ছাড়া ঠিক কী কী উপকরণ দিয়ে তিনি প্রতিমা তৈরি করে আসছেন শুনলে অবাক হবেন। গত বছর তিনি প্রথম খড় দিয়ে প্রতিমা তৈরি করে অবাক করেছিলেন শহরবাসীকে। এছাড়াও  সুতলির, কাপড়ের, জুটের, কাগজের ইত্যাদি নানান জিনিসের প্রতিমা গড়ে  চলেছেন তিনি।

এই বছর তিনি কাগজকে পচিয়ে ও রং দিয়ে প্রতিমা গড়ে তাক লাগিয়েছেন। তাঁর দাবি, কাগজ, সুতলি বা খড়ের প্রতিমা গড়লে যেমন দূষণ নিয়ন্ত্রিত হয় তেমনি ওজনে হালকা হয়। যতই উচ্চতার বা চওড়া প্রতিমা হোক না কেন অতি সহজে স্থানান্তরিত করা যায়। কোনও দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে না।

WhatsApp Image 2025-09-11 at 5.19.43 PM