New Update
/anm-bengali/media/media_files/2025/10/03/whatsapp-image-2025-10-03-at-2025-10-03-11-05-39.jpeg)
digha
নিজস্ব সংবাদদাতা : ​একদিকে বঙ্গোপসাগরে ঘনিভূত হচ্ছে নিম্নচাপ। আর তার জেরেই উত্তাল হচ্ছে সমুদ্র। কিন্তু এই দুইয়ের আবহেও জমে উঠেছে সমুদ্র সৈকত নগরী। দীঘার উপকূলে মেতে উঠেছেন পর্যটকেরাও। ভিড় জমিয়েছেন সমুদ্র সৈকতে। এবার দীঘা সার্বজনীন দুর্গোৎসব ও লক্ষী পুজো কমিটির প্রাচীন ও ঐতিহ্যবাহী দুর্গাপুজোর একেবারে শেষলগ্নেও দেখা গেল উপচে পড়া ভিড়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/03/whatsapp-image-2025-10-03-at-1-2025-10-03-10-54-07.jpeg)
দুর্গাপুজোর শেষলগ্নেও কিন্তু চোখে পড়ার মতো ভিড় লক্ষ্য করা গেল। কারণ, একদিকে জগন্নাথ ধাম, আবার অন্যদিকে রয়েছে মায়াপুরের ইস্কন। এই দুইয়ের জেরেই মেতে উঠেছে আট থেকে আশি। আর এটাই হচ্ছে উপকূলবর্তী এলাকার চমক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us