বিয়ে বাড়ি যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ২ জনের, আশঙ্কাজনক বহু

ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের সিদাকরা এলাকা থেকে বিয়ে বাড়িতে যাওয়ার পথে ঝাড়গ্রাম ব্লকের বেলতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল একটি মারুতি গাড়ি।

author-image
SWETA MITRA
New Update
acci.jpg

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রামঃ  ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের সিদাকরা এলাকা থেকে বিয়ে বাড়িতে যাওয়ার পথে ঝাড়গ্রাম ব্লকের বেলতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল একটি মারুতি গাড়ি। ওই মারুতি গাড়ির মধ্যে ছিল ছয় জন বরযাত্রী। তার মধ্যে দুজন বরযাত্রী ঘটনাস্থলেই মারা যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মৃতদের নাম সুশান্ত মাহাতো (২৩), শক্তিপদ মাহাতো (৩৭)। এছাড়া তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় উড়িষ্যা রাজ্যের কটকে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে তাপস মাহাতো ও অলোক মাহাতো, এই দুই জনের অবস্থা খুবই সংকটজনক। অন্য আর ১ জনকে গুরুতর আহত অবস্থায় ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে, তার নাম রহিম মাহাতো। ওই গাড়িতে থাকা ছয় জনের মধ্যে পাঁচ জনের বাড়ি সাঁকরাইল ব্লকের সিদাকরা এলাকায়। আর একজন অলোক মাহাতোর বাড়ি সিঁদুরগৌরা এলাকায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মানিকপাড়া ফাঁড়ির পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে  ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সেই সঙ্গে দুর্ঘটনার কবলে পড়া মারুতি গাড়িটিকে উদ্ধার করে পুলিশ ওই ঘটনার  তদন্ত শুরু করেছে। ওই দুর্ঘটনার খবর ঝাড়গ্রাম ব্লকের আখড়াশোল  গ্রামের বিয়ে বাড়িতে পৌঁছালে আনন্দের পরিবর্তে বিয়ে বাড়িতে শোকের ছায়া নেমে আসে। তবে নিয়ম রক্ষার জন্য বিয়ের অনুষ্ঠান হয়। তবে বৌভাতের অনুষ্ঠান বাতিল করে দিয়েছে পাত্রপক্ষ। ওই ঘটনার ফলে সাঁকরাইল ব্লকের সিদাকরা গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিয়ে বাড়িতে আসা সকলেই আনন্দের বদলে শোকে ভেঙে পড়েন।