New Update
/anm-bengali/media/media_files/W5dvf6VOxDHOZj4FsS69.jpg)
চলছে কুড়মিদের আন্দোলন
নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটের আগে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে শুরু করেছে কুড়মি সমাজের মানুষ। দফায় দফায় বিক্ষোভে সামিল হয়েছেন আন্দোলনকারীরা। জানা গিয়েছে, গত ৪ দিনে প্রায় ২৫০টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এদিকে শনিবার কুড়মি আন্দোলনের জেরে ৭২টি ট্রেন বাতিল হয়ে গিয়েছে। এদিন বাতিল হয়ে গিয়েছে হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস, হাওড়া-বরবিল জন শতাব্দী এক্সপ্রেস, পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস, হাওড়া-আমদাবাদ এক্সপ্রেস, উদয়পুর-শালিমার এক্সপ্রেস, পুণে-হাওড়া দুরন্ত এক্সপ্রেস, পুরী-নিউ দিল্লি এক্সপ্রেস, মুম্বই-সিএসএমটি হাওড়া মেল প্রমুখ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us