মাদকচক্রের পর্দাফাঁস ঝাড়গ্রামে

মাদকচক্রের পর্দাফাঁস। বড় সাফল্য পেল ঝাড়গ্রাম জেলা পুলিশ।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-08-31 at 6.16.16 PM

GGG

নিজস্ব সংবাদদাতা - মাদক চক্রের বিরুদ্ধে এক বিশেষ অভিযানে এবার বড় সাফল্য পেল ঝাড়গ্রাম জেলা পুলিশ। শনিবার গভীর রাতে জাম্বনী থানার উদ্যোগে এই বিশেষ অভিযানে শালুকগেড়িয়া গ্রামের বাসিন্দা নটুন রানা নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মোহনপুর জঙ্গল এলাকায় তাকে পাকড়াও করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জাম্বনী থানার এক বিশেষ দল মোহনপুর জঙ্গল এলাকায় অভিযান চালায়। সেই সময় জঙ্গলের ভিতরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় নটুন রানাকে। তাকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য। ধৃতের কাছ থেকে পাওয়া গিয়েছে ১০ পুরিয়া ব্রাউন সুগার এবং প্রায় ১.৮ কেজি কোডেন মিক্সচার সিরাপ। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, মাদকদ্রব্যগুলি পাচারের উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল।

Arrest

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নটুন রানা জানিয়েছে সে কার কাছ থেকে এই মাদক সংগ্রহ করেছে এবং কার কাছে সরবরাহের পরিকল্পনা ছিল। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই ঘটনার পিছনে কোনও বৃহৎ মাদক চক্র জড়িত আছে কিনা। ধৃতের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে এবং রবিবার তাকে ঝাড়গ্রাম আদালতে পাঠানো হয়েছে। এই অভিযানে উপস্থিত ছিলেন, ঝাড়গ্রাম এসডিপিও শামীম বিশ্বাস, জাম্বনী থানার আইসি অভিজিৎ বসু মল্লিক-সহ, পুলিশ প্রশাসনের আধিকারিকরা।