নন্দীগ্রামে নিজেই হেরেছেন,ফিল্মি ডায়লগ দিয়েও কাজ হবে না ! ফের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কড়া আক্রমণ করলেন শঙ্কর ঘোষ

কেন মমতা ব্যানার্জিকে কড়া আক্রমণ করলেন শঙ্কর ঘোষ ?

author-image
Debjit Biswas
New Update
mamata shankargbjp.jpg

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া, বাবরি মসজিদ বিতর্ক এবং রাজ্যের প্রশাসনিক কাজকর্ম নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি মুখ্যমন্ত্রীকে ধর্মনিরপেক্ষতার বিষয়ে মন্তব্য না করার পরামর্শ দিয়েছেন এবং পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও বেশকিছু গুরুতর প্রশ্ন তুলেছেন।

তিনি বলেন,''ইমাম ভাতার মাধ্যমে মুখ্যমন্ত্রী নিজেই পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতির সূচনা করেছিলেন। তাই এখন তিনি ধর্মনিরপেক্ষতা নিয়ে যত কম কথা বলবেন ততই ভালো। ওনার মুখে এই ধরনের কথা শোভা পায় না।"

shankar ghoshjk.jpg

এরপর তিনি বলেন,''পশ্চিমবঙ্গের গনতন্ত্র খোদ মমতা ব্যানার্জিই নিজের সাধারণ প্রশাসন ও পুলিশ প্রশাসনের মাধ্যমে ধ্বংস করেছেন। এই দুই ধরণের প্রশাসনই তৃণমূলের দুটি শাখার মতো কাজ করে। এরা বিরোধী দলের নেতা ও রাজ্যের সাধারণ মানুষের বিরুদ্ধে কাজ করে। তাই ওনার গণতন্ত্র নিয়ে কথা বলা উচিত নয়।''

এরপর মমতা ব্যানার্জির ভারতবর্ষকে হিলিয়ে দেওয়ার মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন,''উনি নিজেও এর আগে নন্দীগ্রামে হেরেছেন। কাজেই এরকম ফিল্মি ডায়লগ দিয়ে আর কোনও কাজ হবে না। মানুষ তৈরী হয়ে আছে ওনাকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য।''