দামোদর নদে মৎস্যজীবীদের জালে উঠল ডলফিন!

কোথায় মিলল ডলফিন?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-07 at 5.19.42 PM

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: জামালপুরে দামোদর নদে মৎস্যজীবীদের জালে উঠল ডলফিন। এর আগে দামোদর নদ থেকে পাওয়া গিয়েছিল ইলিশ মাছ। এতে উৎসাহিত হয়েছিলেন স্থানীয় মানুষ। বৃহস্পতিবার মৎসজীবীদের জালে উঠে এল জ্যান্ত ডলফিন যা দেখতে ভিড় জমান প্রচুর উৎসুক মানুষ। 

পূর্ব বর্ধমানের জামালপুরের সাদিপুর এলাকায় দামোদর নদে প্রতিদিনের মতো মাছ ধরার জন্য জাল ফেলেছিল জেলেরা। সেই জালে একটি ডলফিন আটকা পড়ে। খবর পেয়ে বন দফতর ও মৎস্য দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ডলফিনটিকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার পর ডলফিনটিকে আবার দামোদর নদে ছেড়ে দেওয়া হয়েছে। 

Common Bottlenose Dolphin - Georgia Aquarium