/anm-bengali/media/media_files/2025/12/09/whatsapp-image-2025-12-09-2025-12-09-17-45-51.jpeg)
নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: আজ তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন আই এন টি টি ইউ সির প্রতিষ্ঠা দিবস।এই প্রতিষ্ঠা দিবসে রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘাটাল সংগঠনিক জেলা জুড়ে প্রত্যেকটি ব্লকে আইএনটিটিইউসি প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হচ্ছে।সেই মতো ভাটা সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির জেলা সভাপতি সনাতন বেড়া নির্দেশে প্রত্যেকটি ব্লকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিনটি উদযাপন করা হচ্ছে।সেইমতো মঙ্গলবার পিংলা বিধানসভার খড়গপুর ২ নম্বর ব্লকের পপরয়াড়া ৬/২ অঞ্চলে আইএনটিটিইউসির উদ্যোগে এলাকায় দলীয় পতাকা উত্তোলন করে মিছিল সহকারে এই দিনটি উদযাপিত হয়। অপরদিকে এদিন বিকেলে সবং ব্লকেও এই দিনটি উদযাপিত হয় একটি সভার মধ্য দিয়ে৷ উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার আই এন টি টি ইউ সির জেলা সভাপতি সনাতন বেরা,সবংয়ের আই এন টি টি ইউ সির ব্লক সভাপতি বিপুন মাইতি সহ অনান্যরা।এদিন ডেবরাতেও আইএনটিটিইউসি একটি মিছিল ও পথসভার আয়োজন করা হয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/12/09/whatsapp-image-2025-12-09-2025-12-09-17-47-24.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us