/anm-bengali/media/media_files/2025/07/08/whatsapp-image-2025-07-08-2025-07-08-18-06-09.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিমবঙ্গ সরকার তপশিলি উপজাতিভুক্ত নাগরিকদের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। শিক্ষাক্ষেত্রে ‘শিক্ষাশ্রী’ প্রকল্পের মাধ্যমে আদিবাসী ছাত্রছাত্রীদের বৃত্তি ও হোস্টেল সুবিধা দেওয়া হচ্ছে। প্রবীণদের জন্য ‘জয় জোহার’ প্রকল্পে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে, পশ্চিম মেদিনীপুর জেলার সাম্প্রতিক আদিবাসী উন্নয়নমূলক কাজের পরিসংখ্যান তুলে ধরে আজ একটি পুস্তিকা প্রকাশ করা হল জেলা শাসকের কার্যালয়ের সভাগৃহে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি, অতিরিক্ত জেলা শাসক (সাধারণ), জেলার তিন মহকুমার মহকুমা শাসক, বিভিন্ন আদিবাসী উন্নয়ন বোর্ডের সদস্যবৃন্দ, সমষ্টি উন্নয়ন আধিকারিক, পঞ্চায়েত সমিতির সদস্য ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ। সেখানে জেলার আদিবাসী মানুষের উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। দফতরের পক্ষ থেকে জানানো হয় যে বিশেষভাবে গঠিত পশ্চিমবঙ্গ লোধা-শবর উন্নয়ন বোর্ড এবং ভূমিজ উন্নয়ন বোর্ড আদিবাসী সম্প্রদায়ের নির্দিষ্ট চাহিদা অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা কার্যকর করছে। পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ যেমন গ্রামীণ সড়ক নির্মাণ, পানীয় জলের উৎস স্থাপন, কমিউনিটি হল, আইসিডিএস কেন্দ্র, হোস্টেল ও স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ ইত্যাদি। সংস্কৃতি সংরক্ষণের ক্ষেত্র্রেও বিভিন্নভাবে কাজ করে চলেছে এই দফতর। অনুষ্ঠানে উপস্থিত সকলে আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির আরও কার্যকর বাস্তবায়ন নিয়ে আলোচনায় অংশ নেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/08/whatsapp-image-2025-07-08-2025-07-08-18-05-53.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us