New Update
/anm-bengali/media/media_files/2025/06/22/screenshot-2025-2025-06-22-12-49-50.png)
নিজস্ব সংবাদদাতা: রেশনের সাথে প্রসাদ ফ্রি। দেওয়া হচ্ছে প্রভু জগন্নাথের ছবিও। রাজ্যের প্রতিটি প্রান্তের পাশাপাশি দুর্গাপুর নগর নিগম এলাকাতেও শুরু হল দীঘার জগন্নাথ ধামের প্যারা ও গজা বিতরণ। দুর্গাপুর নগর নিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের ফরিদপুরের রেশন দোকান থেকে রেশনের সাথে প্রসাদ বিতরণ করা হয়। প্রসাদ বিতরণ করতে দেখা যায় নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় ও মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়কে।
/anm-bengali/media/post_attachments/d8860092-51d.png)
প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, "শনি,রবি সোম তিন দিন ধরে দুর্গাপুর নগর নিগম এলাকায় চলবে এই কর্মসূচি। ৪৩ টি ওয়ার্ডে ৩৫ হাজার মানুষের হাতে তুলে দেওয়া হবে এই প্রসাদ। নগর নিগমের সমস্ত রেশন দোকান থেকেই এই প্রসাদ দেওয়া হবে। ভক্তি ও নিষ্ঠার সাথে মানুষজন প্রসাদ নিচ্ছেন।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us