EXCLUSIVE: দিলীপ vs হিরণ! মেজাজ হারিয়ে ফেললেন "প্রবীণ" দিলীপ

দুজনের বক্তব্য রইল ভিডিওতে।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-05-19 at 3.53.59 PM

নিজস্ব প্রতিনিধি, খড়গপুর: খড়গপুরের তিরঙ্গা যাত্রায় ডাকা হয়নি সেখানকার বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে। এর জন্য আঙুল তুলেছিলেন দিলীপ ঘোষের দিকে। গতকাল হিরণের এই অভিযোগের প্রেক্ষিতে প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে মেজাজ হারিয়ে সাংবাদিককেই ব্যক্তিগত আক্রমণ করে বসলেন দিলীপ ঘোষ৷ আজ সকালে খড়গপুরে মর্নিং ওয়াকের পর এই প্রশ্ন করলে মেজাজ হারাতে দেখা গেল তাকে। শুনে নিন কি বললেন তিনি। 

ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানিয়ে গতকাল খড়গপুরে দলীয় পতাকা ছাড়াই তিরঙ্গা যাত্রা করে বিজেপি। সেখানে জেলা সভাপতি ছাড়াও হাজির ছিলেন দিলীপ ঘোষ। অথচ এদিন খড়গপুরের বিধায়ক হিরণ থাকলেও তাকে দেখতে পাওয়া যায়নি। এই বিষয়ে সন্ধ্যাবেলায় খড়গপুরের ৩৩ নং ওয়ার্ডে সাংবাদিক বৈঠকে হিরণকে প্রশ্ন করা হলে তাকে না ডাকার জন্য হিরণ দিলীপ ঘোষকেই দায়ী করেন। শুনে নিন কি বললেন তিনি। 

digad

y