'পুলিশ বেশি প্রভু ভক্তি দেখালে…', বিরাট হুঁশিয়ারি বিজেপি নেতার

পুলিশদের নিয়ে বিরাট মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

author-image
Aniruddha Chakraborty
New Update
dilip ghoshhq1.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ ভোটের আগে এবার সরাসরি পুলিশকে হুঁশিয়ারি বিজেপি নেতা দিলীপ ঘোষের। শুক্রবার সকালে পূর্ব বর্ধমানের রায়নগরে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। সেই সময় বর্ধমান-দুর্গাপুর আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, "পুলিশ যদি বেশি প্রভু ভক্তি দেখায়, শুধু বলব না… থানা জ্যাম করে গোটা রাত রেখে দেব। পুলিশ পুলিশের কাজ করুক, আমরা আমাদের কাজ করছি।" উর্দিধারীদের উদ্দেশে দিলীপ ঘোষ আরও বলেন, 'তারা রাজনীতি করতে আসলে, রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে পদ্ম শিবির।' 

Add 1