New Update
/anm-bengali/media/media_files/fABibkqzSI0GTeFxVYvP.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোট নিয়ে এবার হুঁশিয়ারি দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি রীতিমতো নাম না করে রাজ্যের শাসক দলকে নিশানা করে হাসপাতালে বেড খালি রাখার হুঁশিয়ারি দিয়েছেন। মুর্শিদাবাদ থেকে তিনি বলেছেন, ‘প্রথমেমনোনয়নদিতেনাদিলেহিসেবআছে।বাধা দিতে এলে রেয়াত করা হবে না। হাসপাতালে বেড খালি রাখা উচিৎ। কখন কী হবে কেউ তো আর জানে না।‘
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us