“২১ তারিখ পর্যন্ত চমক চলবে!” — দিলীপ ঘোষের মুখে বিস্ফোরক ইঙ্গিত! বিজেপি ছাড়ছেন?

তৃণমূলে যোগ দিচ্ছেন দিলীপ ঘোষ?

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-07-04 at 2.19.57 PM

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার সকালে নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে দেখা গেল প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষকে। হাঁটার মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ, বিজেপিতে অবস্থান এবং তৃণমূলের সঙ্গে সম্পর্ক নিয়ে একগুচ্ছ প্রশ্নের উত্তর দিলেন।

সাংবাদিকরা যখন সরাসরি প্রশ্ন করেন, “আপনি কি তৃণমূলে যাচ্ছেন?”, তখন দিলীপ ঘোষের জবাব ছিল অনেকটা রহস্যে মোড়া। তিনি বলেন, “আমার রাজনৈতিক ভবিষ্যৎ আমি ঠিক করব না, সেটা ঠিক করবেন ভগবান এবং আমার পার্টি। আমি নিজে থেকে কিছু চাইনি, পার্টি চেয়েছিল বলেই আমি এসেছি। আমাকে রাজ্য সভাপতি করেছে, সাংসদ করেছে, গাড়ি, নিরাপত্তা দিয়েছে। আজ পার্টি যদি বলে আমি সাধারণ কর্মী, তাহলে সেভাবেই কাজ করব।”

তাঁর এই বক্তব্য ঘিরেই জল্পনার ঢেউ উঠেছে রাজনৈতিক মহলে। আরও এক ধাপ এগিয়ে দিলীপবাবু বলেন, “দিলীপ ঘোষ মানেই তো চমক! কল্পনা করতে তো পয়সা লাগে না। অনেকেই করছে। এখন ২১ তারিখ পর্যন্ত চমকের কল্পনার সময় দেওয়া হয়েছে। আমি মার্কেটে আছি। কিছু একটা মার্কেটে ঘুরছে।”

dilip ghosh dgfd.jpg

এদিকে তৃণমূলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠলে তিনি জানান, “আমার সঙ্গে কুণাল ঘোষ, অরূপ বিশ্বাসদের বহুদিনের সম্পর্ক। এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আমি কাল বন্ধু আর আজ শত্রু, এরকম নই। যারা ওইভাবে ভাবে, তাদের সমস্যা আছে। আমার কোনও সমস্যা নেই।”

সম্প্রতি জগন্নাথ মন্দিরে যাওয়ার প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেন, “আমি কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে যাইনি। একজন সম্মানীয় নাগরিক হিসেবে মুখ্যসচিবের আমন্ত্রণে গেছি। আমার ট্যাক্সের টাকাও তো ওই মন্দির তৈরিতে খরচ হচ্ছে, সেটা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। বহু মানুষ আমাকে ডাকেন, আমি যাই।”

দিলীপ ঘোষের এমন বক্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। তিনি কি বিজেপির প্রতি বীতশ্রদ্ধ? না কি অন্য কোনও রাজনৈতিক চমক অপেক্ষা করছে রাজ্যবাসীর জন্য?