'‘তৃণমূল-মাওবাদী ভাই ভাই', ফের বেলাগাম দিলীপ ঘোষ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় এখন রাজ্য–রাজনীতি সরগরম হয়ে রয়েছে। এসবের মাঝেই ফের একবার বেলাগাম মন্তব্য করে শিরোনামে উঠে এলেন দিলীপ ঘোষ।

author-image
SWETA MITRA
New Update
dilu mamata.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার লাগামহীন মন্তব্য করে শিরোনামে উঠে এলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আজ সোমবার এক টুইট বার্তায় দিলীপ ঘোষ লেখেন ‘তৃণমূল-মাওবাদী ভাই ভাই। মাওবাদীদের সহায়তায় ক্ষমতায় আসে টিএমসি। জঙ্গলমহল, নন্দীগ্রামে তাঁরা মাওবাদীদের ধরে ভোট পেয়েছিল। তাই যাদবপুরে একটি নিষ্পাপ শিশু মারা গেলে তারা নীরব থাকে। কারণ চোরে চোরে মাসতুতো ভাই।‘