দাঁতনে অনুষ্ঠিত হল 'এসআইআর' (SIR) র‍্যালি ! ২০২৬-এর নির্বাচনকে সামনে রেখে জনসংযোগে নামলেন দিলীপ ঘোষ

কি বললেন দিলীপ ঘোষ ?

author-image
Debjit Biswas
New Update
dilip ghosh edit.jpg

নিজস্ব সংবাদদাতা : ২০২৬-এর নির্বাচনকে সামনে রেখে ফের একবার জনসংযোগে নামলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ দাঁতনে একটি 'এসআইআর' (SIR) র‍্যালিতে অংশগ্রহণ করেন তিনি। তিনি বলেন,''পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের, তাদের ভবিষ্যৎ প্রজন্মের  এবং দেশের ভবিষ্যতের উন্নতির জন্য এসআইআর (SIR) একান্তই প্রয়োজন। তাই এই এসআইআর (SIR) কার্যক্রম সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং জন-অংশগ্রহণকে উৎসাহিত করতে আজ আমরা দাঁতন কেন্দ্রে এই এসআইআর (SIR)-এর সমর্থনে একটি র‍্যালি করেছি।"

Dilip ghosh

এরপর তিনি বলেন,''এই উদ্যোগটি আসন্ন ২০২৬ নির্বাচনের প্রস্তুতির একটি অংশ। এই উদ্যোগটি বিজেপির সাফল্যের প্রতি আস্থা এবং পরবর্তী সরকার গঠনের উদ্দেশ্য নিয়ে পরিচালিত হচ্ছে।"