ব্যানার-পোস্টারের জোয়ার! কটাক্ষ বিজেপি নেতার

তৃণমূলের নবজোয়ারকে কটাক্ষ মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের।

author-image
Pallabi Sanyal
New Update
d

নিজস্ব সংবাদদাতা : তৃণমূলের নবজোয়ারকে কটাক্ষ মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের। বলেন, ''নবজোয়ার আর জনজোয়ার নেই, ব্যানার পোস্টারের জোয়ারে পরিণত হয়েছে। আমি সবং দিয়ে এলাম ব্যানার পোস্টারের জোয়ার চলছে জন আর নেই!'' পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছাইয়ে যে ভোট করছে তৃণমূল সে বিষয়েও সুর চড়িয়েছে বিজেপি নেতা। তার কথায়,''যেখানে ভোট করছেন সেখানে ভোট ক্যানসেল করে দিচ্ছেন। পার্টির মধ্যে যদি এই রিগিং হয়, ভোট না হয়, তাহলে এখানে যখন পঞ্চায়েত নির্বাচন হবে তখন সে গুন্ডারা কী করবেন?কেউ কি ভোট দিতে পারবেন?  সত্যি সত্যিই ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে তো?''