'ইডি, CBI-র সঙ্গে হাত লাগাতে হবে মানুষকেও', কড়া দাওয়াই দিলীপ ঘোষের

ফের দুর্নীতি ইস্যুতে সুর চড়ালেন দিলীপ ঘোষ। চমকে গেলেন সকলে।

author-image
SWETA MITRA
New Update
adewew

নিজস্ব সংবাদদাতাঃ কালীপুজোর আবহে বড় বার্তা দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এক টুইট বার্তায় সাংসদ একটি ভিডিও পোস্ট করে লেখেন, ‘খড়গপুরের নিমপুরায় নরকাসুর পুড়িয়ে দেওয়া হল। নরকাসুর অশুভ শক্তির প্রতীক। এটি পোড়ানো হোক, অশুভ শক্তি নির্মাণের বার্তা দেওয়া হোক। আমরা সকলেই পশ্চিমবঙ্গে দুর্নীতির দানবের কালো ছায়াকে মেরে ফেলতে সক্ষম হব। শুধুমাত্র ইডি, সিবিআই না, সমস্ত মানুষের দুর্নীতি নির্মূল করা উচিৎ।‘