New Update
/anm-bengali/media/media_files/2025/07/06/screenshot-2025-07-06-am-2025-07-06-09-29-26.png)
নিজস্ব সংবাদদাতা: তৃণমূল নেত্রী সাবিত্রী মিত্রের এক বিতর্কিত মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন তরজা। ওই মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন।
খড়গপুরে এক সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ বলেন, “উনি হিন্দু না মুসলিম—আগে সেটা ঠিক করুন। ধর্ম পাল্টে নিন, তারপর এভাবে কথা বলুন। কে জিজ্ঞেস করেছে এসব? আগে রাজনীতির ব্যবসাটাই ঠিকভাবে করুন।”
#WATCH | Kharagpur, West Bengal: On TMC leader Sabitri Mitra's reported controversial statement, BJP leader Dilip Ghosh says, "Is she a Hindu or a Muslim? She should change her religion first. Then, talk like this. Who asks? Just focus on the business of politics first..." pic.twitter.com/7NAORI70Td
— ANI (@ANI) July 6, 2025