নিজস্ব সংবাদদাতা: দিঘার জগন্নাথ ধামের নির্মাণ কাজের সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন এক নির্মাণ শ্রমিক। গুরুতরভাবে আহত ওই শ্রমিকের নাম আবিদ হোসেন লস্কর। শুক্রবার দুপুরে মন্দিরের গেটে কাজ করার সময় হঠাৎ হাত ফস্কে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ও অন্যান্য শ্রমিকরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন এবং আশঙ্কাজনক অবস্থায় দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসার পরও আবিদের অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। চিকিৎসকদের পরামর্শে তাঁকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। এই স্থানান্তরের জন্য তাঁকে গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হয় দিঘা থেকে তমলুক পর্যন্ত।
/anm-bengali/media/post_attachments/93d6f986-8aa.png)
উল্লেখযোগ্য যে, আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন হবে ‘প্রাণ প্রতিষ্ঠা’ ও বিগ্রহ স্থাপন। তার আগের দিন, অর্থাৎ ২৯ এপ্রিল, হবে যজ্ঞ ও অন্যান্য ধর্মীয় আচার।
এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষে গোটা দিঘা জুড়ে চলছে দ্রুতগতিতে নির্মাণ কাজ। আর তার মধ্যেই ঘটে গেল এই ঘটনা।