New Update
/anm-bengali/media/media_files/2025/10/29/whatsapp-image-2025-10-29-2025-10-29-15-35-13.jpeg)
নিজস্ব প্রতিনিধি, দীঘা: মন্থার প্রভাবে দীঘা উপকূলের বিভিন্ন নিচু এলাকাগুলিতে জল জমেছে। গতকাল বিকালে তমলুক শহরে কালীপুজোর লাইটের গেট ভেঙে পড়ে হাওয়ার দাপটে। আজ সকাল থেকেও চলছে ভারী বৃষ্টি। উপকূল এলাকায় সৈকতে পর্যটকদের সংখ্যা অনেকটাই কম।সমুদ্রে পর্যটকদের স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সকাল থেকেই। এদিকে সকালে মেঘলা আকাশ দেখা যায় এবং এখন দফায় দফায় চলছে বৃষ্টি। সকাল থেকে দফায় দফায় দীঘা, তাজপুর, মন্দারমনি এলাকায় চলছে মাইকিং। সমুদ্রের নামার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা। দড়ি বেঁধে বিভিন্ন ঘাট গুলিতে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। পর্যটকদের নামতে দেওয়া হচ্ছে না সমুদ্রে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/07/cyclone-rain-2025-10-07-18-47-29.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us