/anm-bengali/media/media_files/lSNcKYzKl03Fau9BmVqQ.jpg)
নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: আর পাঁচটা নেতার থেকে তিনি যে আলাদা এর নজির এর আগেও বহুবার দিয়েছেন দেব আর সেই একই পথে হেঁটে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের দিন সাত সকালেই রক্তদান শিবিরে রক্ত দান করে আরেকটি নজির গড়লেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে সুপারস্টার দেব।
ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবের উদ্যোগে ঘাটালের খড়ার শহরে দলপতিপুরে স্বয়ম্বর লজে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সাত সকালে সেখানে রক্তদান করে মনোনয়নপত্র দাখিলের উদ্দেশ্যে রওনা দিলেন ঘাটালের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেব। এর পাশাপাশি দেব জানান, 'যেভাবে দিন দিন গরম বাড়ছে তাতে নিজেদের এলাকার চারিদিকে গাছ লাগানো দরকার'। এদিন রক্তদান শিবির থেকেই দেব আরও একটি শপথ গ্রহণ করেন যে এই নির্বাচনে তার জয় হোক বা না হোক যতগুলি ভোট তৃণমূল কংগ্রেস পাবে ততগুলি গাছ ঘাটাল লোকসভা জুড়ে লাগাবেন তিনি। একই সাথে তিনি বিরোধীদেরকেও এই কাজে আহ্বান জানালেন।
/anm-bengali/media/post_attachments/a386de4e498c426c0ec7c85c35a5a23d10539b24d3019042c54579e28b8cf7b0.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us