বঞ্চিত স্থানীয় বেকাররা, চাকরি পাচ্ছে বহিরাগতরা! ডেপুটেশন দিল বামেরা

বৃহস্পতিবার সকালে জামুড়িয়ার বিভিন্ন কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখালো বাম সমর্থিত ৭টি সংগঠন। বিক্ষোভকারীরা বলেন, শাসক দলের একটি চক্র বহিরাগতদের কাছে টাকা নিয়ে চাকরি দিচ্ছে।

author-image
Pallabi Sanyal
New Update
cpim protest

বামেদের বিক্ষোভ

হরি ঘোষ, জামুড়িয়া : এলাকার মানুষ কারখানার ধুলো-ধোঁয়া ভোগ করবে, আর চাকরি করবে বাইরের মানুষ! তা হতে দেওয়া যাবে না - এই স্লোগান তুলে বৃহস্পতিবার সকালে জামুড়িয়ার বিভিন্ন কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখালো বাম সমর্থিত ৭টি সংগঠন। বিক্ষোভকারীরা বলেন, ৯০ দশকে বাম আমলে জামুড়িয়ার শিল্প তালুক তৈরি হয়েছিল বেকারদের কর্মসংস্থানের জন্য। সেই সময় তারা বলেছিল ধাপে ধাপে কর্মসংস্থান করা হবে। কিন্তু এরপর ২০১১ সালে সরকার পরিবর্তন হয়। তারপর থেকেই স্থানীয় বেকারদের চাকরি হচ্ছে না। শাসক দলের একটি চক্র বহিরাগতদের কাছে টাকা নিয়ে  চাকরি দিচ্ছে। এলাকার মানুষ কারখানার ধুলো- ধোঁয়া ভোগ করছে, আর কাজ থেকে বঞ্চিত হচ্ছে  এলাকার বেকার যুবকেরা। এমনকি কারখানা কর্তৃপক্ষ প্রশাসন ও শাসক দলের সাহায্য নিয়ে বন বিভাগের জমি দখল করে নিচ্ছে বলে অভিযোগ। তাছাড়াও কারখানা গুলিতে শাসক দলের তোলাবাজি চলছে, শ্রমিকদের ৮ ঘণ্টার বেশি কাজ করাচ্ছে। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিআইএমের নেতা মনোজ দত্ত, তাপস কবি, সুজিত দত্ত,   বুদ্ধদেব রজক,সঞ্জয় চ্যাটার্জী ,সুপ্রিয় চ্যাটার্জী সহ আরও অনেকেই।

ad.jpg