Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/lJPPfi62hbcy8Vuo74Nr.jpg)
FILE PIC
নিজস্ব সংবাদদাতাঃবর্ষার দাপট বাড়তেই রাজ্যজুড়ে হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যা। উদ্বেগ বেড়েছে সরকারের। এরই মধ্যে ডেঙ্গিতে আরও এক কমবয়সীর মৃত্যু রাজ্যে। এই মরসুমে সাতদিনে মৃত বেড়ে পাঁচ। এনআরএসে মৃত ১১ বছরের কিশোর জয় বিশ্বাস। বাড়ি নদিয়ার হাঁসখালির গোরাপোতা গ্রামে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আড়াই হাজারের বেশি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us