বনগাঁ পুরসভার পুরপ্রধানের পদ নিয়ে টালবাহানা

কি ঘটেছে?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-11-24 at 9.25.41 AM

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: বনগাঁ পুরসভার পুরপ্রধানের পদ নিয়ে টালবাহানা চলছে বেশ কিছুদিন ধরে। গত কয়েকদিনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বারে বারে প্রকাশ্যে এসেছে। একাধিক কাউন্সিলরের বাড়িতে হামলার ঘটনায় উত্তপ্ত হয়েছে বনগাঁর রাজনীতি। 

মূলত বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল সেঠকে পুরপ্রধানের পদ থেকে দলের তরফে ইস্তফা দিতে বলা নিয়েই রাজনৈতিক চাপান উতরের সূত্রপাত। অভিযোগ গোপাল ইস্তফা না দিয়ে চিকিৎসাজনিত কারণ দেখিয়ে বনগাঁর বাইরে গিয়েছেন আর তখন বনগাঁ পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ দাসকে চেয়ারম্যানের সমস্ত কাজকর্ম দেখারও দায়িত্ব দেন। সম্প্রতি পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে জেলাশাসক ও বনগাঁ পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে নোটিশ এসেছে সুরজিৎ দাসকে যে দায়িত্ব গোপাল শেঠ দিয়ে গিয়েছিলেন ওভাবে কাউকে পুরপ্রধানের দায়িত্ব দেওয়া যায় না। ফলত, সুরজিৎ পুরপ্রধানের কাজের বিষয় নিয়ে আর নাক গলাতে পারবেন না। তিনি জানিয়েছেন তিনিও চিঠি পেয়েছেন। এ বিষয়ে আইনি পরামর্শ নেবেন। একদিকে পুরপ্রধান গোপালের অনুপস্থিতি নিয়ে বনগাঁর পৌর নাগরিকরা যেমন সমস্যায় পড়েছেন তেমনি পুর পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

WhatsApp Image 2025-11-24 at 9.25.42 AM