ডেবরার গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় আহতদের সঙ্গে দেখা করলেন বিধায়ক

গ্যাস ট্যাঙ্কার দাঁড়িয়ে থাকার সময় আচমকায় বিস্ফোরণ হয়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
909o940

File Picture

নিজস্ব সংবাদদাতা: ডেবরার গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন বিধায়ক হুমায়ুন কবীর। শনিবার সকালে ডেবরায় ১৬ নং জাতীয় সড়কের পাশে একটি গ্যারেজে কাজ করানোর জন্য একটি গ্যাস ট্যাঙ্কার দাঁড়িয়ে থাকার সময় আচমকায় বিস্ফোরণ হয়। আর তাতেই গুরুতর আহত হন ৭ জন। ক্ষতি হয় গ্যাস ট্যাঙ্কারের পাশে দাঁড়িয়ে থাকা একটি স্কুল গাড়ি ও দুটি লরির। 

ঘটনায় ৬ জনকে মেদিনীপুর মেডিক্যাল এবং একজনকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের নিয়ে যাওয়া হয়। খবর পাওয়ার পর শনিবার বিকেলে পানিগেড়িয়া এলাকায় গিয়ে পরিদর্শন করেন এবং খোঁজখবর নেন প্রাক্তন আইপিএস অফিসার তথা ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। পাশাপাশি তিনি আহতদের দেখতে হাসপাতালেও যান এদিন বিকেলে।