New Update
/anm-bengali/media/media_files/2024/11/08/Adol5xdWD9oxTva1Tx3H.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতেও শুরু হল ছট পুজো। এদিন ভোরে ডেবরা বাজার সংলগ্ন একটি পুকুরের ঘাটে দেখা গেল বহু মানুষের ভিড়। মাইকিং, লাইটিং, ব্যান্ড সহযোগে বহু মানুষ আজ এই ঘাটে হাজির হয়েছিল ভোর থেকেই। ডেবরায় এই প্রথম এত ধুমধাম করে ছটের ঘাট তৈরি হয়েছে।
/anm-bengali/media/media_files/2024/11/08/DvFJgCqaXmUYrXLL5FVz.jpeg)
ভোর থেকেই মানুষজনকে শুভেচ্ছা জানাতে ঘাটে হাজির ছিলেন ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। তাঁর সাথেই ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া সহ অন্যান্যরা। যারা পুজোর জন্য এসেছিলেন তাদের সঙ্গে কথা বলে শুভেচ্ছা জ্ঞাপন করলেন বিধায়ক ও কর্মাধ্যক্ষ।
/anm-bengali/media/media_files/2024/10/18/IjLHPmAwYCOA5PpfR6jK.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us