New Update
/anm-bengali/media/media_files/2025/10/12/whatsapp-image-2025-10-12-at-160229-2025-10-12-20-41-20.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা বাজারে ভারত জাকাত মাজি পরগনা মহল ডেবরা মুলুকের পক্ষ থেকে বিক্ষোভ ও সমাবেশ করা হয়। মূলত, রামপুরহাটে সপ্তম শ্রেণির আদিবাসী ছাত্রীর নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে, পুরুলিয়ার বড়গেড়িয়া হাইস্কুলে আদিবাসী সম্প্রদায়ের মেয়ের উপর যৌন হেনস্থার জড়িত প্রধান শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে, বাঁকুড়ার পাত্র সায়েরে আদিবাসী ছাত্রীর ওপর শারীরিক নির্যাতন, উত্তর মেছগ্রামে বসন্ত আবাস শিক্ষাসদনে একাদশ শ্রেণির ছাত্রী ওপর শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির ঘটনা সহ একাধিক বিষয় নিয়ে ডেবরাতে বিক্ষোভ ও সমাবেশ সংগঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ভারত জাকাত মাজি পরগনা মহলের ডেবরা মুলুকের নেতৃত্বরা।
/anm-bengali/media/post_attachments/05fd0170-d1a.png)
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/12/the-rain-4-copy-1_page-0001-2025-10-12-21-36-10.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us