New Update
/anm-bengali/media/media_files/2025/11/27/whatsapp-image-2025-11-27-at-194751-2025-11-27-20-31-23.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার ডেবরার একাধিক আদিবাসী অধ্যুষিত এলাকা ঘুরে দেখলেন অনগ্রসর কল্যাণ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ছোটেন ডি লামা। কোথাও আদিবাসী মহিলাদের সঙ্গে বৈঠক, তো কোথাও আদিবাসী অধ্যুষিত এলাকার রাস্তা ঘুরে দেখলেন তিনি।
/anm-bengali/media/post_attachments/31823222-b4a.png)
এদিন ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের আবদালীপুর এলাকায় আম্বেদকর ল্যাম্পস লিমিটেডের কার্যালয়ে উপস্থিত হন প্রিন্সিপাল সেক্রেটারি। শতাধিক আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ জানার চেষ্টা করেন। সঙ্গে ছিলেন এটিএম জেলা পরিষদ সন্দীপ টুড, খড়গপুরের মহকুমা শাসক সুরভি সিংলা, ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ী, জয়েন্ট বিডিও দেবাশীষ বিশ্বাস সহ অনান্যরা। এরপর ডেবরা অর্জুন এলাকায় আদিবাসী অধ্যুষিত এলাকার মানুষজনের জন্য তৈরি হওয়া ঢালাই রাস্তা ও পরিদর্শন করেন তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us