/anm-bengali/media/media_files/2025/08/01/whats-2025-08-01-18-11-01.jpeg)
নিজস্ব সংবাদদাতা - ভর্তি সহ একাধিক অনিয়ম নিয়ে সম্প্রতি শিরোনামে আসে ঘাটাল কলেজ। তাই আজ ঘাটালে পৌঁছে ঘাটাল কলেজের গভর্নিং বডির বৈঠক করলেন দেব। ঘাটাল মহকুমা শাসক দপ্তরে প্রশাসনিক বৈঠকের পর ঘাটাল কলেজের গভর্নিং বডির মিটিংয়ে যোগ দেন সাংসদ দেব। এই মিটিংয়ে যোগ দেওয়ার আগে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় অর্থাৎ ঘাটাল কলেজে বিদ্যাসাগরের মূর্তিতে মালা পরিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন তৃণমূল সাংসদ ও কলেজের গভর্নিং বডির সভাপতি দেব। কলেজে মিটিং শেষে দেব জানান মিটিংয়ের সব কথা বলা যাবেনা। তবে কলেজে ভর্তি সংক্রান্ত ও বহিরাগতদের আসা নিয়ে যে যে অভিযোগগুলি আসছিল সেসব নিয়ে আলোচনা হয়েছে। দেব জানান,"কলেজ রাজনীতির জায়গা নয়,কলেজের গেটের বাইরে রাজনীতি হওয়া উচিত,আমার এই কথা হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে। কলেজে ছাত্রছাত্রীরা আসে পড়াশোনার জন্য তাদের ভবিষ্যত তৈরি করার জন্য। সেখানে একটা শান্তি ও সুন্দর পরিবেশ দরকার,আমি সেটাই চাইবো কলেজের একজন সভাপতি হিসাবে। মিটিংয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে,কলেজে বহিরাগত রাজনীতি আমি একে সমর্থন করিনা।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/1000067503.jpg)
কলেজের বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হল তা বাইরে সংবাদমাধ্যমে বলতে চাননি কলেজ পরিচালন কমিটির সভাপতি সাংসদ দেব,অভ্যন্তরিন আলোচনা বলে এড়িয়ে যান। তবে কলেজের ছাত্রছাত্রীদের কাছে দেবের আবেদন,"কলেজে সবাই রাজনীতি করে না,রাজনীতির জায়গা কলেজ নয়। ভালো পড়াশোনা,ডিগ্রি থাকলে সেটা ভবিষ্যতে কাজে লাগবে যখন চাকরির জন্য খোঁজ করবে। কোনও দাদা দিদি কোনো রাজনৈতিক দল তোমাদের ভবিষ্যত বানাতে পারবে না,এসময়টা মনে দিয়ে পড়াশোনা করো।" কলেজে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বার্তা দেবের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us